Message from the Akiz Uddin Chowdhury
Message from the Akiz Uddin Chowdhury
PS of S Alam Group Chairman
Salamgroup gives Relief
দেশের যেকোনো আপদকালীন সময়ে এস আলম গ্রুপ মানুষের পাশে থাকে | এই গ্রুপের কাছে পটিয়াবাসির পাশাপাশি সারাদেশের বিভিন্ন পর্যায়ের মানুষের প্রত্যাশা থাকে এবং সবার জন্য কিছু না কিছু করতে হয় | বড় গ্রুপের কাজের একটি ধরন থাকে, নির্দিষ্ট নিয়ম থাকে, এখানে প্রতিটি কাজের জবাবদিহিতা নিশ্চিত করা হয়| এবার পটিয়ার সাহায্যের জন্য নির্ধারিত ছিল 20700 (মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবার যে মাননীয় হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরী এমপি মহোদয় টিম এবং ইউএনও কর্তৃক বেটিং কৃত) পরিবারের ত্রাণের জন্য, আর শুধুমাত্র 3600 পরিবারের যাকাতের জন্য| সমস্ত প্রক্রিয়াকে বিবেচনায় নিয়ে যাতে সর্বোচ্চ দরিদ্র পরিবারগুলোকে আর্থিক সহযোগিতা আওতায় আনা যায় তা নিশ্চিত করা ছিল আমাদের মূল লক্ষ্য|
S alam group gives Relief and zakat
এখানে উল্লেখ্য যে, যারা ত্রাণের জন্য উপযুক্ত তারা ত্রাণ পাবে, যারা যাকাত এর জন্য উপযুক্ত তারা যাকাত পাবে এবং যারা ত্রাণ ও যাকাত দুটোর জন্য উপযুক্ত তারা দুটোই পাবে,| প্রাণ এবং যাকাত আলাদা আলাদা কমিটি কর্তৃক নির্ধারিত হয়েছে,|
S alam group create Committee for give Relief and zakat
আর সমস্ত বিষয় মনিটরিং করতে আমাদের 75 জনের একটি কমিটি উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করেছে সার্বক্ষণিকভাবে,| তালিকা অনুযায়ী টাকা বন্টন হচ্ছে এই বিষয়ে কোন সন্দেহ নেই,| তাছাড়া এত বড় একটা উপজেলাকে ত্রাণের আওতায় আনতে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে যা বিতরণ পরবর্তী আমাদের কমিটির দৃষ্টিগোচর হয়েছে এবং কমিটি তা নিরসনের কাজ করছে,| প্রত্যেক ত্রাণ গ্রহীতার কাছ থেকে প্রাপ্তিস্বীকার বহিতে স্বাক্ষর/ টিপ নেয়া হচ্ছে যা আমাদের মনিটরিং কমিটি নিরীক্ষা করছে,| তারপরও কেউ যদি বন্টনে অনিয়ম করে থাকে এবং তা আমাদের কমিটি কর্তৃক প্রমাণিত হয় তাহলে তাদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কর্তৃক আইনগত ব্যবস্থা নেয়া হবে,|
এখন দেখা যাচ্ছে, আমাদের বিষয়টির গুরুত্ব অনুধাবনে ব্যর্থ হয়ে অনেকেই সামাজিক মাধ্যমে অযাচিত ভাবে লেখালেখি করছেন,| তাই সঠিক বিষয়টি অনুধাবনে তাদের সচেতন হওয়ার অনুরোধ করছি,,,, বেশি আবেগী হয়ে লিখতে গিয়ে ভবিষ্যতে যাতে আমাদের সবকিছু থেকে বঞ্চিত না হতে হয়, বস্তুত আমাদের চেয়ারম্যান মহোদয় এই উপহার কে প্রচার করতে নিষেধ করেছেন,| এই মানবিক বিষয়টিকে রাজনৈতিক কোন্দল, দলীয় কোন্দল এবং পারস্পরিক কোন্দল এর বাইরে রাখার অনুরোধ করছি |
এই দুর্যোগ মুহূর্তে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি ভালো থাকুন
No comments
Please do not enter any spam link in the comment Box