Header Ads

Header ADS

Honoring for S alam Group

ই পবিত্র শবে বরাতে পটিয়া এবং সকল ব্যাংকারদের পক্ষ থেকে এস আলম গ্রুপ কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

এস আলম গ্রুপ,,,, যে নামটি এখন পুরো বাংলাদেশে নক্ষত্রের আলোর মত জ্বলছে। বাংলাদেশে যখন শিক্ষিত-অর্ধ শিক্ষিত ছেলেমেয়েরা হতাশায় বিপর্যস্থ, দারিদ্রতা যখন সীমা ছাডিয়ে যাচ্ছে,বেকারত্বের সংখ্যা যখন করোনার চাইতে ভয়াবহ রুপ নিচ্ছে, তরুন সমাজ যখন সমাজ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল তখনি পাশে এসে দাড়ায় স্বপ্নের সেই রাজকুমার------ S Alam Group.




নিজের এলাকায় হাজারো যুবক ছেলে-মেয়েদের নিজ হাতে ধরিয়ে দেয় চাকরি। ধীরে ধীরে জ্বলে ওঠে আরেক জোনাকির আলোকিত রাত। আজ পটিয়া উপজেলা একটি স্বর্নের এলাকা। নিজ এলাকার পর আনোয়ারা, সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালি, বোয়ালখালি, স্বন্দীপ সহ সমগ্র চট্টগ্রামের ছেলে মেয়েদের হাতে ধরিয়ে দেয় চাকরি। এমনিভাবে যদি চলতে থাকে তাহলে আর খোজে পাওয়া যাবেনা কোন বেকার।
আজ পবিত্র একটি রাত। সেই রাতে সবাই হাত তুলে দোয়া করি সেই মানুষটির জন্য এবং তাঁর পরিবারের জন্য, যার কারণে আজ আপনার জীবনের সুখের টার্নিং পয়েন্ট। S Alam Group Bankers Community এর পক্ষ থেকে সকল ব্যাংকারদের পক্ষ থেকে জানাই লাখো-কোটি শুকরিয়া।

SAlam Group Bankers Community.



No comments

Please do not enter any spam link in the comment Box

Powered by Blogger.