S Alam Group stood next to the transport workers
এস আলম গ্রুপ এবার পাশে দাঁড়ালেন ৩০০০ পরিবহন শ্রমিকদের পাশে।
চট্টগ্রাম মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের আওতাধিনে S Alam Group ৩০০০ পরিবহন শ্রমিকদের মাঝে সি.এম পি কমিশনারের সহায়তায় চট্টগ্রাম ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে সাহায্য সরবরাহ করেন। এ সময় ফার্স্ট সিকিউরিটি_ইসলামী_ব্যাংকের সম্মানীত ভাইস প্রেসিডেন্ট জনাব আকিজ উদ্দিন চৌধুরী স্যার বক্তব্যে সবাইকে সতর্ক এবং পরিচ্ছন্ন থাকার আহবান জানান এবং আরো আশ্বাস দেন S Alam Group সব সময় সবার পাশে আছে এবং থাকবে।
সবার_জন্য_সব_সময়
No comments
Please do not enter any spam link in the comment Box